শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

তৃতীয় শ্রেণি - বাংলা (part-2)


হাটে যাব , ভাষাশহিদদের কথা , চল্ চল্ চল্ , স্বাদীনতা দিবসকে ঘিরে
*** হাটে যাব ***
ছড়াটিতে যা বলা হয়েছে –
এ ছড়াটিতে বলা হয়েছে গ্রামের হাট ও নদী পারাপারের কথা বলা হয়েছে ।ছোট্ট ঠেলেটি হাটে যেতে চায় । তাকে নদী পার হয়ে হাটে যেতে হবে কিন্তু সেখানে তো ঘাট নেই । তাই সে সে একজন মাঝিকে অনুরোধ করে তাকে নিয়ে যেতে । মাঝি তার কাছেটাকা চাইলে ছেলেটি জানায় তার কাছে টাকা পয়সা নেই । তখন মাঝি ছেলেটির মুখের মধুর হাসির বিনিময়ে তাকে পার করে দিতে চায় । ছেলেটি খুব খুশি হয় ।
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি । অর্থ বলি ।
নি- ঘাটা = যেখানে ঘাট নেই । যেখানে নৌকা ভিড়ানোর জায়গা নেই । কড়ি নেই কড়া নেই = টাকা পয়সা নেই ।
*** ভাষাশহিদদের কথা ***
রচনাটিতে যা বলা হয়েছে –
রচনাটিতে ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখের ঘটনা তুলে ধরা হয়েছে ।পাকিস্থান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল । কিন্তু এদেশের ছাত্র-জনতা তা মেনে মেয়নি । তাঁরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল করে । তাঁরা জীবন দিয়ে হলেও মায়ের ভাষার দাবি পূরণ করতে চায় । পুলিশ মিছিলে গুলি চালায় । তাঁদের জীবনের বিনিময়ে বাংলা আমাদের রাষ্ট্রভাষা হয়েছে । আমরা তাঁদের কখনো ভুলব না ।
১. শব্দগুলোর পাঠ থেকে খুঁজে বের করি । অর্থ বলি ।
থমথমে – বিপদের ভয়ে নীরব অবস্থা ।
মিছিল – শোভাযাত্রা
টগবগে – গরম হয়ে ওঠা, রাগে ইত্তেজিত হয়ে ওঠা ।
বেপরোয়া – ভয়হীন । কোনো বাধা নিষেধ মানে না এমন ।
হাসপাতাল – চিকিৎসালয় ।
ব্যবসায় – কারবার।
অসুস্থ – সুস্থ নয় ।
মাতৃভাষা – মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেষে ।
আত্মত্যাগ – নিজের প্রাণ উৎসর্গ করা ।
অমর – যার মৃত্যু নেই ।
২. ক. তরুণদের মধ্যে সব সময় টগবগে ভাব ।
খ. একুশে ফেব্রুয়ারির মিছিলে খালি পায়ে যেতে হয় ।
গ. অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয় ।
ঘ. বাংলা আমাদের মাতৃভাষা ।
ঙ. সবকিছুতে তার বেপরোয়া ভাব ।
চ. দেশের জন্য যাঁরা প্রাণ দেন তাঁরা অমর ।
৪. ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ?
উত্তর: ৩. বরকত ।
খ. রফিকের বাবা কী করতেন ?
উত্তর: ২. ব্যবসায় ।
গ. আবদুস সালামের বাড়ি কোন জেলায় ?
উত্তর: ৪.ফেনী ।
৫. ক. কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে ।
খ. পুলিশ মিছিল করতে নিষেধ করেছে ।
গ. টগবগে তরুণরা বেপরোয়া ।
ঘ. এই ভাষাশহিদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন ।
৬. নাম বুঝায় এমন শব্দ লিখি
মাসের নাম: ফেব্রুয়ারি , ফাল্গুন
ফুলের নাম : পলাশ, গাঁদা
জায়গার নাম : ঢাকা, ময়মনসিংহ ।
৭. ক. ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন ।
খ. লেখাপড়া না করে ভালো ফলাফল করা অসম্ভব ।
গ. বসন্তকালে গাছে নতুন পাতা গজায় ।
৮. ক. ছাত্র-জনতা কী দাবি জানিয়েছিল ?
উত্তর: ছাত্র-জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল ।
খ. পাকিস্থানিরা কী চেয়েছিল ?
উত্তর: পাকিস্থানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করার চেয়েছিল । তারা আমাদের মুখের ভাষা কেড়ে দিতে চেয়েছিল ।
গ. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কে কে শহিদ হয়েছিলেন ?
উত্তর: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আবুল বরকত, রফিকউদ্দিন, আবদুল জব্বারসহ আরও অনেকেই শহিদ হয়েছিলেন । এদিন গুলি লেগেছিল আবদুস সালামের শরীরে । তিনিও পরে শহিদ হয়েছেন ।
ঘ. ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাদের আমরা কী নামে ডাকি ?
উত্তর: . ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাদের আমরা ভাষাশহিদ নামে ডাকি ।
ঙ. রফিকউদ্দিন আহমদ কেন ঢাকায় এসেছিলেন ?
উত্তর: রফিকউদ্দিন সাহেব তাঁর বাবার কাজে সাহায্য করার জন্য এসেছিলেন ।
চ. আবদুল জব্বারের বাড়ি কোথায় ?
উত্তর: আবদুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।
ছ. ভাষাশহিদেরা কেন জীবন দিয়েছিলেন ?
উত্তর: ভাষাশহিদেরা মাতৃভাষা তথা বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য জীবন দিয়েছিলেন । শহিদদের জীবনের বিনিময়ে মাতৃভাষা বাংলা আমাদের রাষ্ট্রভাষা হয়েছে ।
জ. ফেব্রুয়ারি মাসে ফোটে এমন তিনটি ফুলের নাম রিখি ?
উত্তর: ফেব্রুয়ারি মাসে ফোটে এমন কয়েকটি ফুল হলো- পলাশ, গাঁদা ও ডালিয়া ।
ঝ. ভাষাশহিদেরা কেন অমর ?
উত্তর:ভাষাশহিদেরা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন । তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা বাংলায় কথা বলতে পারছি । আমরা তাঁদের শ্রদ্ধা করি, স্মরণ করি । তাই তাঁরা অমর ।
৯. নিচের শব্দগুলো দিয়ে মুখে মুখে বাক্য বলি ও লিখি ।
পাতা – বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায় ।
ভাষা – বালা আমাদের মাতৃভাষা ।
ডাক্তার – আমি বড় হয়ে ডাক্তার হব ।
গুলি – পুলিশ মিছিলে গুলি করল ।
ত্যাগ – বিপদে বন্ধকে ত্যাগ করবো না ।
*** চল্ চল্ চল্ ***
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ।অর্থ বলি ।
উর্ধ্ব – ওপরের দিক ।
উষা – ভোরবেলা ।
গগন – আকাশ ।
প্রভাত – সকাল ।
মাদল – ঢোলের মতো বাদ্যযন্ত্র ।
টুটাব – ভাঙব । দূর করব ।
নিম্নে – নিচে ।
তিমির – অন্ধকার ।
উতলা – ব্যাকুল ।
বিন্ধ্যাচল – বিন্ধ্য পর্বত ।
ধরণি –পৃথিবী ।
নবীন – নতুন ।
অরুণ - সকালের সূর্য ।
সজীব – সতেজ ।
প্রাতে – প্রভাতে ।
শ্মশান – মৃতদেহ পোড়ানোর স্থান ।
২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায বসিয়ে বাক্য তৈরি করি ।
ক. তিনি প্রভাতে বই পড়েন ।
খ. সাঁওতালরা নাচের সময় মাদল বাজায় ।
গ. আমরা নবীনদের বরণ করি ।
ঘ. তরুণটি সব সময় সজীব ।
ঙ. ধরণি খুবই সুন্দর ।
চ. মা সন্তানের জন্য উতলা হয়েছেন ।
ছ. বিন্ধ্যাচল একটি পর্বতের নাম ।
৪. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি ।
ক. মাদল বাজে কোথায় ?
১. ঊর্ধ্ব গগণে ।
খ. অরুণ প্রাতের দলে কারা আছে ?
৩. তরুণেরা ।
৬. মুখে মুখে উত্তর বলি ও লিখি ।
ক. সারি বেঁধে কারা চলেছে ?
উত্তর: তরুণেরা সারি বেঁধে চলেছে ।
খ. কারা তিমির দূর করবে ?
উত্তর: তরুণেরা তিমির দূর করবে ।
গ. বিন্ধ্যাচল কী ?
উত্তর: বিন্ধ্যাচল একটি পর্বতের নাম ।
৭. আগের চরণটি বলি ও রিখি ।
ক. ঊধ্ব গগণে বাজে মাদল
নিম্নে উতলা ধরনীতল ,
খ. উষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত ,
গ. নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান ,
*** স্বাদীনতা দিবসকে ঘিরে ***
রচনাটিতে যা বলা হয়েছে –
রচনাটিতে স্বাধীনতা দিবসকে ঘিরে নানা আয়োজনের কথা বলা হয়েছে । ক্লাসে ছবি আঁকার শিক্ষিাকা এসে দিনাটর কথা সবাইকে বলেন ।তাঁর কথামত ছেলেমেয়েরা দুটো দলে ভাগ হলো । তারপর সবাই খুব উৎসাহ নিয়ে শ্রেণিকক্ষ সাজানোর কাজে লেগে গেল । ওরা রংপেন্সিল দিয়ে মুক্তিযুদ্ধের ছবি আঁকলো,রঙিন কাগজ দিয়ে ফুল – শেকল তৈরী করল , আর্টবোর্ড দিয়ে রাইফেল তৈরি করল। কয়েকজন মিলে তৈরি করল জাতীয় পতাকা । ছবিতে আঁকা গাছের মগডালে লাগিয়ে দিল সেটি ।
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি । অর্থ বলি ।
উত্তর: স্বাধীনতা – মুক্তি, বাধাহীনতা ।
সাঁটা – লাগানো । যুক্ত করা ।
পিরিয়ড – বেঁধে দেওয়া সময় ।
রাইফেল – বন্দুক ।
অপেক্ষা – প্রতীক্ষা , সবুর ।
যুদ্ধ – লড়াই ।
আর্টবোর্ড – ছবি আঁকার শক্ত কাগজ ।
মগডাল – গাছের সবচেয়ে উঁচু ডাল ।
রাংতা – ধাতুর খুব পাতলা পাত ।
পুরস্কার – বখশিশ ।
কারুকাজ – সুন্দর কাজ ।
২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ।
উত্তর:
ক. গরমের ছুটির জন্য অপেক্ষা করছি ।
খ. ২৬ শে মার্চ বাংলাদেশের স্বধীনতা দিবস ।
গ. ছবি একে শাকিল পুরস্কার পেয়েছে ।
ঘ. আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি ।
ঙ. শাড়িতে মা সুতার কারুকাজ করেছেন ।
চ. রাকিব আর্টবোর্ডে প্রজাপতি এঁকেছে ।
৩. উত্তর: ছাত্র + ছাত্রি = ছাত্রছাত্রি ।
আপা + মণি = আপামণি ।
দল + নেতা = দলনেতা ।
আর্ট + বোর্ড = আর্টবোর্ড ।
ফুল + পাতা = ফুলপাতা ।
৫. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি ।
ক. সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে কেন ?
উত্তর: ৩. শেষের দুই পিরিয়ডে অন্য রকমের কাজ হয় ।
খ. আমাদের স্বাধীনতা দিবস কবে ?
উত্তর: ৩. ২৬ মার্চ ।
গ. ছাত্রছাত্রীরা মুক্তিযদ্ধের ছবিটি তৈরি করল কেন?
উত্তর: ১. স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল ।
৬. উত্তর: ক. উপদেশ
খ. আদেশ
গ. অনুরোধ
ঘ. প্রশ্ন
ঙ. প্রশংসা ।
৭. উত্তর: রুনু সাদা কাগজে একটা চমৎকার দৃশ্য আঁকল । সে তাতে সবুজ গাছ, হলুদ গাঁদা ফুল, নীল আকাশ আঁকল ।

কোন মন্তব্য নেই:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈব্যত্তিকের উত্তর

চট্টগ্রাম বোর্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেট-গ তারিখ: ১২/০২/২০২০ উত্তরসমূহ : ১। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর...