শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

দ্বিতীয় শ্রেণী-ইংরেজি (part-2)


Alphabet(অ্যালফাবেট)-বর্ণমালা। Lesson4-6 Unit 6
A.Look and say.(লুক অ্যান্ড সেই)-দেখো এবং বলো।
t- for tiger(টি ফর টাইগার)-টাইগার মানে বাঘ।,
u- for umbrella(ইউ ফর আমব্রেলা)-আমব্রেলা মানে ছাতা।,
v- for vase(ভি ফর ভাজ)-ভাজ মানে ফুলদানি। ,
w -for window(ডব্লিউ ফর উইনডো)-উইনডো মানে জানালা।,
x-for x- ray(এক্স ফর এক্স-রে)-এক্স রে মানে রঞ্জন রশ্মি।,
y -for yo –yo(ওয়াই ফর ইয়ো ইয়ো)-ইয়ো ইয়ো মানে ইয়ো ইয়ো।,
z- for zebra(জেড ফর জেব্রা)জেব্রা মানে জেব্রা।
How old are you?(হাউ ওউল্ড আর ইউ)-তোমার বয়স কত?Lessons 1-3 Unit7
Word meaning(শব্দার্থ)
Say(সেই)-বলা। How(হাউ)-কত। Seven(সেভেন)-সাত।
You(ইউ)-তুমি। Eight(এইট)-আট। Old (ওউল্ড)বয়স।
Year (ইয়ার)-বছর। Do(ডু)-করা। Hello(হ্যালো)-এই যে।
A.Look,listen and say.(লুক,লিসন অ্যান্ড সেই।)-দেখো,শোনো এবং বলো।
How old are you?(হাউ ওউল্ড আর ইউ)-তোমার বয়স কত?
I’m7 years old.(আ’ম সেভেন ইয়ারস ওউল্ড)-আমার বয়স সাত বছর।
B.look ,listen and say.(লুক,লিসন অ্যান্ড সেই।)-দেখো,শোনো এবং বলো।
Hi.Shuva.Are you 7 yeare old?(হাই ,শুভা।আর ইউ সেভেন ইয়ারস ওউল্ড ?)-হাই,শুভা।তোমার বয়স কি সাত বছর।
Yes I’m.(ইয়েস আ’ম)-হ্যাঁ,আমার বয়স সাত বছর।
Hello Meena.Are you 7 years old?(হ্যালো মীনা।আর ইউ সেভেন ইয়ারস ওউল্ড ?)-এই যে মীনা।তোমার বয়স কী সাত বছর ?
No,I’m not.I’m 8.(নৌ,আ’ম নট।আ’ম এইট।)-না,আমার বয়স সাত বছর নয়।আমার বয়স আট বছর।
Alphabet (অ্যালফাবেট )-বর্ণমালা।Lesson 4-6 Unit 7
Word meaning(শব্দার্থ)
Word(ওয়ার্ড)-শব্দ। Last(লাস্ট)-শেষ। Sound(সাউন্ড)-ধ্বনি।
Capital (ক্যাপিটল)-বড় হাতের অক্ষর। Picture(পিকচার)-ছবি। First(ফাস্ট)-প্রথম।
Above(আবাভ)-ওপরে। Each (ঈচ)-প্রতিটি।
A.Write the first letter of the word for each picture.
i).b ii).j iii).l iv). d v).e vi). s vii).h
C.Write the capital letter for each letter.
a = A b = B c= C d= D e= E
f =F g= G h = H i = I j= J
k =K l= L m= M n =N o = O
p = P q= Q r= R s= S t= T
u= U v = V w = W x = X y= Y z= Z.
Numbers (নাম্বারস)-সংখ্যাসমূহ Lessons 1-3 Unit 8
Word meaning( ওয়ার্ড মিনিং)-শব্দার্থ
Thirteen(থার্টীন)-তেরো। Eleven(ইলেভেন)-এগারো। Circle (সার্কল)-বৃত্তাবৃত করা।Twelve(টোওয়েলভ)-বারো।
A.Look,count and say.(লুক,কাউন্ট অ্যান্ড সেই)-দেখো গণনা করো এবং বলো।
11= Eleven-(ইলেভেন)-এগারো। 12=Twelve-(টোওয়েলভ)-বারো। 13=Thirteen-(থার্টীন)-তেরো।
How many(হাউ মেনি..?)-কতগুলো..? Lessons 4-6 Unit8
Word meamomg ( ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Apple (অ্যাপল)-আপেল। Many (মেনি)-অনেক। Activity (অ্যাকটিভিটি)-অনুশীলণী।
There (দেয়ার)সেখানে। Cow (কাউ)- গরু। Now(নাউ)-এখন।
Answer (আনসার)-উত্তর দেওয়া। Ask (আস্ক)-জিজ্ঞাসা করা।.
A.Look,listen and say.(লুক ,লিসন অ্যান্ড সেই)-দেখো, শোনো এবং বলো।
How many apples?(হাউ মেনি অ্যাপলস?)-কতগুলো আপেল আছে।
There are 4 apples.(দেয়ার আর ফোর অ্যাপলস।)-চারটি আপেল আছে।
Now there are 3 apples.(নাউ দেয়ার আর থ্রী অ্যাপলস।)-এখন তিনটি আপেল আছে।
B.Count and write the numbers.(কাউন্ট অ্যান্ড রাইট দ্যা নাম্বারস।)-গণনা করো এবং সংখ্যাগুলো লেখো।
cow 4 , hut 3 , tree 4 , flowe 7 , man 1 , crow 3 , hen 8.
C.Look at the opicture in Activity B.Ask and answer with How many ..?(লুক অ্যাট দি পিকচার ইন অ্যাকটিভিটি বি।আস্ক অ্যান্ড আনসার উইদ হাউ মেনি..?)-অনুশীলনী বি এর ছবি গুলো দেখো।কতগুলো...?ব্যবহার করে প্রশ্ন করো এবং উত্তর দাও।
Q1:How many cows?(হাউ মেনি কাউজ?)-কতগুলো গরু আছে?
A:There are 4 cows.(দেয়ার আর ফোর কাউজ)-৪টি গরু আছে।
Q2:How many huts?(হাউ মেনি হাটস?)-কতগুলো কুঁড়েঘর আছে?
A:There are 3 huts.(দেয়ার আর থ্রী হাটস।)৩টি কুঁড়েঘর আছে।
Q3:How many trees? (হাউ মেনি ট্রীজ?)-কতগুলো গাছ আছে?
A: There are 4 trees. (দেয়ার আর ফোর ট্রীজ।)-৪টি গাছ আছে।
Q4: How many flowers? (হাউ মেনি ফ্লাওয়ারস?)-কতগুলো ফুল আছে?
A: There are7 flowers. (দেয়ার আর সেভেন ফ্লাওয়ারস।)-৭টি ফুল আছে।
Q5: How many man? (হাউ মেনি মেন?)-কতগুলো মানুষ আছে?
A: There are1 man. (দেয়ার আর ওয়ান মেন।)-১জন মানুষ আছে।
Q6: How many crows? (হাউ মেনি ক্রৌজ?)-কতগুলো কাক আছে?
A: There are 3 crows. (দেয়ার আর থ্রী ক্রৌজ।)-৩টি কাক আছে।
Q7: How many hens? (হাউ মেনি হেনস?)-কতগুলো মুরগি আছে?
A: There are 8 hens. (দেয়ার আর এইট হেনস।)-৮টি মুরগি আছে।
I’m in....(আ’ম ইন...)-আমি ...এ Lessons1-3 Unit 9
Word meaning (ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Year (ইয়ার)-বছর। Introduce(ইন্ট্রোডিউস)-পরিচয় করানো। Use (ইউজ)-ব্যবহার করা।
Partner (পার্টনার)-সঙ্গী। Class (ক্লাস)-শ্রেণী। Yourself (ইয়োরসেলফ)-তোমার নিজেকে বা তুমি নিজে।
In (ইন)-এ, য় ,তে ,মধ্যে। Old (ওউল্ড)-বয়স।
A.Look ,listen and say. (লুক ,লিসন অ্যান্ড সেই।)-দেখো,শোনো এবং বলো।
I’m Joya.I’m 7 years old.I’m in Class 2.(আ’ম জয়া।আ’ম সেভেন ইয়ারস ওউল্ড।আ’ম ইন ক্লাস টু।)-আমি জয়া।আমার বয়স সাত বছর।আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি।
B.Look and say. (লুক অ্যান্ড সেই।)-দেখা এবং বলো।
Reza (রেজা)-রেজা 7 Years old (সেভেন ইয়ারস ওউল্ড)-সাত বছর বয়স
Class 2 (ক্লাস টু)-দ্বিতীয় শ্রেণী।
Zara (জারা)-জারা 6 years old (সিক্স ইয়ারস ওউল্ড)-ছয় বছর বয়স Class 1(ক্লাস ওয়ান)-প্রথম শ্রেণী।
Sonabi (সোনাবি)-সোনাবি 7 years old (সেভেন ইয়ারস ওউল্ড)-সাত বছর বয়স Class 2 (ক্লাস টু)-দ্বিতীয় শ্রেণী।
Ratul (রাতুল)-রাতুল 8 years old (এইট ইয়ারস ওউল্ড)-আট বছর বয়স Class 3 (ক্লাস থ্রী)-তৃতীয় শ্রেণী।
He's Reza. He’s 7 years old.(হী’জ রেজা।হী’জ সেভেন ইয়ারস ওউল্ড।)-সে হলো রেজা।তার বয়স সাত বছর।
He's in Class 2.(হী’জ ইন ক্লাস টু।)-সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে।
C.Introduce yourself .Introducce a partner.Use the wouds in Activities A and B.(ইন্ট্রোডিউস উয়োরসেলফ।ইন্ট্রোডিউস আ পার্টনার।ইউজ দ্যা ওয়ার্ডস ইন অ্যাকটিভিটি এ এবং বি এর শব্দগুলো ব্যবহার করো।
Answer:
Introducin myself
(ইনট্রোডিউসিং মাইসেলফ)-নিজের পরিচয় দেওয়া।
I’m Sabina.I’m 7 years .I’m in old Class 2. (আ’ম সাবিনা।আ’ম সেভেন ইয়ারস ওউল্ড।আ’ম ইন ক্লাস টু।)-আমি সাবিনা।আমার বয়স সাত বছর।আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি।
Introducing a partner
(ইনট্রোডিউসিং এ পার্টনার)-একজন সঙ্গীর পরিচয় দেওয়া।
He's Raju.He’s 8 Years old.He’s in Class 3. (হী’জ রাজু।হী’জ এইট ইয়ারস ওউল্ড।হী’জ ইন ক্লাস থ্রী।)-সে হলো রাজু।তার বয়স আট বছর।সে তৃতীয় শ্রেণীতে পড়ে।
Numbers review (নাম্বারস রিভিউ)-সংখ্যা পর্যালোচনা। Lessons 4-6 Unit 9
Word meaning(ওয়ার্ড মিনিং )-শব্দার্থ।
Colour(কালার)-রং করা। Dot(ডট)-ফোঁটা। Each(ঈচ)-প্রতিটি।
From(ফ্রম)-হতে। Review (রিভিউ)- পর্যালোচনা। Fish(ফিশ)-মাছ।
Look(লুক)-দেখা। join(জয়েন)-যুক্ত করা।
A.Say and write.(সেই অ্যান্ড রাইট)-বলো এবং লেখো।
1.one=(ওয়ান)-এক। 2 two=(টু)-দুই।
3 three=(থ্রী)-তিন। 4 four=(ফোর)-চার।
5 five=(ফাইভ)-পাঁচ। 6 six=(সিক্স)-ছয়।
7 seven=(সেভেন)-সাত। 8 eight=(এইট)-আট।
9 nine =(নাইন)-নয়। 10 ten=(টেন)-দশ।
C.Listen and say.(লিসন অ্যান্ড সেই)-শোনো এবং বলো।
Count the fish from 1 to 5.( কাউন্ট দ্যা ফিশ ফ্রম ওয়ান টু ফাইভ।)-এক থেকে পাঁচ পর্যন্ত মাছগুলো গণনা করো।
1,2,3,4,5
1.one=(ওয়ান)-এক। 2 two=(টু)-দুই। 3 three=(থ্রী)-তিন।
4 four=(ফোর)-চার। 5 five=(ফাইভ)-পাঁচ।
C Count the fish from 1 to 10 !(কাউন্ট দ্যা ফিশ ফ্রম ওয়ান টু টেন!)-এক থেকে দশ পর্যন্ত মাছগুলো গণনা করো!
6,7,8,9,10!
6 six=(সিক্স)-ছয়। 7 seven=(সেভেন)-সাত। 8 eight=(এইট)-আট।
9 nine =(নাইন)-নয়। 10 ten=(টেন)-দশ।

কোন মন্তব্য নেই:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈব্যত্তিকের উত্তর

চট্টগ্রাম বোর্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেট-গ তারিখ: ১২/০২/২০২০ উত্তরসমূহ : ১। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর...