Numbers ( নাম্বারস)-সংখ্যাসমূহ। Lesson 1-3 Unit16
Word meaning (ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Numbers (নাম্বারস)-সংখ্যাসমূহ। Twenty –three(টোয়েন্টি-থ্রী)-তেইশ। Twenty-four (টোয়েন্টি-ফোর)-চব্বিশ। Twenty-five (টোয়েন্টি-ফাইভ)-পঁচিশ।
A.Look,Count and say. (লুক,কাউন্ট অ্যান্ড সেই।)-দেখো,গণনা করো এবং বলো।
23=(টোয়েন্টি-থ্রী)-তেইশ।
24=(টোয়েন্টি-ফোর)-চব্বিশ।
25=(টোয়েন্টি-ফাইভ)-পঁচিশ।
C.Say the number.Count and circle. (সেই দ্যা নাম্বার।কাউন্ট অ্যান্ড সার্কল।)-সংখ্যাটি বলো।গণনা করো এবং বৃত্তাবৃত করো।
25=(টোয়েন্টি-ফাইভ)-পঁচিশ।
24=(টোয়েন্টি-ফোর)-চব্বিশ।
23=(টোয়েন্টি-থ্রী)-তেইশ।
Colours (কালারস)-রংসমূহ। Lessons 4-6 Unit16
Word meaning (ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Rainbow (রেইনবৌ)-রংধনু। Violet (ভায়োলেট)-বেগুনি। Yellow (ইয়োলো)-হলূদ। Red (রেড)-লাল। High (হাই)-উঁচু। View (ভিউ)-দৃশ্য। Blue (ব্লু)-আসমানি নীল। Orange (অরেঞ্জ)-কমলা। Sky (স্কাই)-আকাশ। Indigo (ইনডিগৌ)-গাঢ় নীল।
A.Look,listen and say. (লুক,লিসন অ্যান্ড সেই।)-দেখো,শোনো এবং বলো।
red (রেড)-লাল। orange (অরেঞ্জ)-কমলা। yellow(ইয়োলো)-হলূদ। green (গ্রীন)-সবুজ। blue(ব্লু)-আসমানি নীল। indigo (ইনডিগৌ)-গাঢ় নীল। violet(ভায়োলেট)-বেগুনি।
B.Rhyme.Look,listen and say.(রাইম।লুক,লিসন অ্যান্ড সেই।)-ছড়া।দেখো, শোনো এবং বলো।
Rainbow,rainbow,(রেইনবৌ,রেইনবৌ,)-রংধনু,রংধনু,
I see you!(আই সী ইউ!)-আমি তোমায় দেখি!
Red and orange,(রেড অ্যান্ড অরেঞ্জ,)-লাল এবং কমলা,
Yellow,green and blue,(ইয়োলৌ,গ্রীন অ্যান্ড ব্লু,)-হলুদ,সবুজ এবং আসমানি নীল,
Indigo and violet,too!(ইনডিগৌ অ্যান্ড ভায়োলেট,টু!)-গাঢ় নীল এবং বেগুনিও
! C.Listen and say.(লিসন অ্যান্ড সেই।)-শোনো এবং বলো।
rainbow (রেইনবৌ)-রংধনু। yellow(ইয়োলো)-হলূদ। Indigo (ইনডিগৌ)-গাঢ় নীল। violet(ভায়োলেট)-বেগুনি।
Colours(কালারস)-রংসমূহ। Lesson 1-3 Unit 17
Word meaning (ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Page(পেইজ)-পৃষ্ঠা। Rhyme (রাইম)-ছড়া। Red (রেড)-লাল। Violet(ভায়োলেট)-বেগুনি। Yellow (ইয়োলো)-হলূদ। Green গ্রীন)-সবুজ।
A.Say the Rainbow rhyme on page 33. (সেই দ্যা রেইনবৌ রাইম অন পেইজ থার্টি-থ্রী।)-পৃষ্ঠা ৩৩ এর রংধনু ছড়াটি পাঠ করো।
Name the colours are there in the tainbow.(নেইম দ্যা কালারস ইন দ্যা রেইনবৌ।)-রংধনুর রংগুলোর নাম লেখো।
How many colours are there in the rainbow? (হাউ মেনি কালারস আর ইন দ্যা রেইনবৌ?)-রংধনুতে কতগুলো রং আছে।
Ans.
Say the Rainbow rhyme on page 33 yourself.(সেই দ্যা রেইনবৌ রাইম অন পেইজ থার্টি-থ্রী ইয়োরসেলফ।)-৩৩ পৃষ্ঠার রংধনু ছড়াটি নিজে নিজে পাঠ করো।
The names of the colors in the rainbow are (দ্যা নেইমস অভ দ্যা কালারস আন দ্যা রেইনবৌ আর)-রংধনুর রংগুলোর নাম হচ্ছে-
Red (রেড)-লাল। Orange (অরেঞ্জ)-কমলা। Yellow (ইয়োলো)-হলূদ। Green (গ্রীন)-সবুজ। Blue (ব্লু)-আসমানি নীল। Indigo (ইনডিগৌ)-গাঢ় নীল। Violet (ভায়োলেট)-বেগুনি।
There are seven colours in the rainbow.( দেয়ার আর সেভেন কালারস ইন দ্যা রেইনবৌ।)-রংধনুতে সাতটি রং আছে।
B.Read and colour.(রীড অ্যান্ড কালার।)-পড়ো এবং রং করো।
Indigo (ইনডিগৌ)-গাঢ় নীল।
Violet (ভায়োলেট)-বেগুনি।
Yellow (ইয়োলো)-হলূদ।
Blue (ব্লু)-আসমানি নীল।
Red (রেড)-লাল।
Green (গ্রীন)-সবুজ।
Orange (অরেঞ্জ)-কমলা।
Colours and numbers (কালারস অ্যান্ড নাম্বারস)-রং ও সংখ্যাসমূহ। Lessons4-6 Unit 17
Word meaning (ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Butterfly (বাটারফ্লাই)-প্রজাপতি। Brown (ব্রাউন)-বাদামি। Blue (ব্লু)-আসমানি নীল। Green (গ্রীন)-সবুজ। Kite (কাইট)-ঘুড়ি। Red (রেড)-লাল। Yellow (ইয়োলো)-হলুদ। Bat (ব্যাট)-খেলার ব্যাট।
A.Count and write. (কাউন্ট অ্যান্ড রাইট)-গণনা করো এবং লেখো।
Four roses (ফোর রৌজেস)-চারটি গোলাপ।
Seven bats (সেভেন ব্যাটস)-সাতটি ব্যাট।
Six butterflies (সিক্স বাটারফ্লাইস)-ছয়টি প্রজাপতি।
Three kites (থ্রী কাইটস)-তিনটি ঘুড়ি।
B.Look at the pictures in Aactivity A.Count and write number.(লুক অ্যাট দ্যা পিকচারস অ্যাকটিভিটি এ ।কাউন্ট অ্যান্ড রাইট দ্যা নাম্বার।)-অনুশীলণীর ছবিগুলোর দিকে তাকাও।গণনা করো এবং সংখ্যাগুলো লেখো।
Ans.
Three roses are violet .(থ্রী রৌজেস আর ভায়োলেট।)-তিনটি গোলাপ বেগুনি রঙের।
Four bats are brown.(ফোর ব্যাটস আর ব্রাউন।)-চারটি ব্যাট বাদামি রঙের।
One butterflu is indigo.(ওয়ান বাটারফ্লাই ইজ ইনডিগৌ।)-একটি প্রজাপতি গাঢ় নীল রঙের।
Two kites are violet.(টু কাইটস আর ভায়োলেট।)-দুইটি ঘুড়ি বেগুনি রঙের।
C.Look at the pictures in Activity a.Trace and write .(লুক অ্রাট দ্যা পিকচারস ইন অ্যাকটিভিটি এ।ট্রেইস অ্যান্ড রাইট।)-অনুশীলনী A এর ছবিগুলোর দিকে তাকাও।চিহ্ন অনুসরণ করো এবং লেখো।
Ans.
One rose is red.(ওয়ান রেজ ইজ রেড।)-একটি গোলাপ লাল রঙের।
Two bats are blue.(টু ব্যাটস আর ব্লু)-দুইটি ব্যাট আসমানি নীল রঙের।
Three butterflies are yellow.(থ্রী বাটারফ্লাইস আর ইয়োলৌ।)-তিনটি প্রজাপতি হলুদ রঙের।
One kite is green.(ওয়ান কাইট ইজ গ্রীন।)-একটি ঘুড়ি সবুজ রঙের।
Numbers (নাম্বারস)-সংখ্যাসমূহ। Lessons 1-3 Unit 18
Word meaning (ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Twenty-six (টোয়েন্টি-সিক্স)-ছাব্বিশ। Twenty-seven (টোয়েন্টি-সেভেন)-সাতাশ। Twenty-eight (টোয়েন্টি-এইট)-আটাশ।
A.Look,count and say.(লুক,কাউন্ট অ্যান্ড সেই।)-দেখো,গণনা করো এবং বলো।
26= Twenty-six (টোয়েন্টি-সিক্স)-ছাব্বিশ।
27= Twenty-seven (টোয়েন্টি-সেভেন)-সাতাশ।
28= Twenty-eight (টোয়েন্টি-এইট)-আটাশ।
C.Say the number .Count and colour.(সেই দ্যা নাম্বার।কাউন্ট অ্যনা্ড কালার।)-সংখ্যাটি বলো।গণনা করো এবং রং করো।
26= Twenty-six (টোয়েন্টি-সিক্স)-ছাব্বিশ।
27= Twenty-seven (টোয়েন্টি-সেভেন)-সাতাশ।
28= Twenty-eight (টোয়েন্টি-এইট)-আটাশ।
a/an (এ/এন)-একটি। Lessons 4-6 Unit 18
Word meaning (ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Ant(অ্যান্ট)-পিঁপড়া। Red (রেড)-লাল। Brown (ব্রাউন)-বাদামি। Dog(ডগ)-কুকুর। Bag (ব্যাগ)-থলে। Colour (কালার)-রং করা। Kite (কাইট)-ঘুড়ি। Sentence (সেনটেনস)-বাক্য। Yellow (ইয়োলৌ)-হলুদ। Hut(হাট)-কুঁড়েঘর।
A.Read and say.(রীড অ্যান্ড সেই।)-পড়ো এবং বলো।
It’s an ant. (ইট’স অ্যান অ্যান্ট।)-এটি একটি পিঁপড়া।
It’s a bag.(ইট’স আ ব্যাগ।)-এটি একটি থলে।
It’s a hut.(ইট’স আ হাট।)-এটি একটি কুঁড়েঘর।
It’s a dog.(ইট’স আ ডগ।)-এটি একটি কুকুর।
B.Read the sentences.Colour the pictures in A.(রীড দ্যা সেনটেনস ।কালার দ্যা পিকচারস ইন এ।)-বাক্যগুলো পড়ো।A-এর ছবিগুলো রং করো।
The ant is red .(দ্যা অ্যান্ট ইজ রেড।)-পিঁপড়াটি লাল।
The bag is violet.(দ্যা ব্যাগ ইজ ভায়োলেট।)-ব্যাগটি বেগুনি।
The hut is yellow.(দ্যা হাট ইজ ইয়োলৌ।)-কুঁড়েঘরটি হলুদ।
The dog is brown.(দ্যা ডগ ইজ ব্রাউন।)-কুকুরটি বাদামি।
C.Look at the picture .Read the sentencces.Circle Yes or No.(লুক অ্রাট দ্যা পিকচার।রীড দ্যা সেনটেনস।সার্কল ইয়েস অর নৌ।)-ছবিটি দিকে তাকাও।বাক্যগুলো পড়ো।হ্যাঁ অথবা না বৃত্তাবৃত করো।
It’s a kite.(ইট’স কাইট।)-এটি একটি ঘুড়ি।
Yes(ইয়েস)-হ্যাঁ।
The kite is green.(দ্যা কাইট ইজ গ্রীন।)-ঘুড়িটি সবুজ।
No(নো)-না।
Shapes (শেইপস)-আকৃতি। Lessons 1-3 Unit 19
Word meaning (ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Size (সাইজ)-আকার। Rectangle (রেকট্যাঙ্গল)-আয়তক্ষেত্র। Square(স্কয়ার)-বর্গক্ষেত্র। Shape(শেইপ)-আকৃতি। Triangle(ট্রাইঙ্গল)- ত্রিভুজ।
A.Look,listen and say.(লুক,লিসন অ্যান্ড সেই।)-দেখো, শোনো এবং বলো।
square (স্কয়ার)-বর্গক্ষেত্র। circle (সার্কল)-বৃত্ত। triangle(ট্রাইঙ্গল)- ত্রিভুজ। rectangle (রেকট্যাঙ্গল)-আয়তক্ষেত্র।
Shapes and Numbers (শেইপস অ্যান্ড নাম্বারস)-আকৃতি এবং সংখ্যাসমূহ। Lessons 4-6 Unit 19
Square(স্কয়ার)-বর্গক্ষেত্র। Rectangle (রেকট্যাঙ্গল)-আয়তক্ষেত্র। Circle (সার্কল)-বৃত্ত। Triangle(ট্রাইঙ্গল)- ত্রিভুজ।
A.Say and draw.(সেই অ্যান্ড ড্র।)-বলো এবং আঁকো।
Square(স্কয়ার)-বর্গক্ষেত্র। Rectangle (রেকট্যাঙ্গল)-আয়তক্ষেত্র। Circle (সার্কল)-বৃত্ত। Triangle(ট্রাইঙ্গল)- ত্রিভুজ।
B.Count and write.(কাউন্ট অ্যান্ড রাইট।)-গণনা করো এবং লেখো।
10 Rectangles=(টেন রেকট্যাঙ্গলস)-দশটি আয়তক্ষেত্র।
16 Circles=(সিক্সটীন সার্কলস)-ষোলোটি বৃত্ত।
23 Triangles(টোয়েন্টি –থ্রী ট্রাইঙ্গলস)-তেইশটি ত্রিভুজ।
28 Squares(টোয়েন্টি-এইট স্কয়ারস)-আটাশটি বর্গক্ষেত্র।
Numbers(নাম্বারস)-সংখ্যাসমূহ। Lesson 1-3 Unit 20
Word meaning (ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Look(লুক)-দেখো। Thirty (থার্টি)-ত্রিশ। Twenty –nine (টোয়েন্টি-নাইন)-ঊনত্রিশ। Circle (সার্কল)-বৃত্ত। Count (কাউন্ট)-গণনা করা।
A.Look,Count and say.(লুক,কাউন্ট অ্যান্ড সেই।)-দেখো,গণনা করো এবং বলো।
29=twenty –nine (টোয়েন্টি-নাইন)-ঊনত্রিশ।
30=thirty (থার্টি)-ত্রিশ।
C.Say the number.Count and circle.(সেই দ্যা নাম্বারস।কাউন্ট অ্যান্ড সার্কল।)-সংখ্যাটি বলো।গণনা করো এবং বুত্তাবৃত করো।
29=twenty –nine (টোয়েন্টি-নাইন)-ঊনত্রিশ।
30=thirty (থার্টি)-ত্রিশ।
Mr Shape (মিস্টার শেইপ)-জনাব শেইপ। Lessons 4-6 Unit 20
Word meaning (ওয়ার্ড মিনিং)-শব্দার্থ।
Shape(শেইপ)-আকৃতি। Trace(ট্রেইস)-চিহ্ন অনুসরণ করে লেখা। Square(স্কয়ার)-বর্গক্ষেত্র। Rectangle (রেকট্যাঙ্গল)-আয়তক্ষেত্র। Compllete(কমপ্লীট)-পূর্ণ করা। Word (ওয়ার্ড)-শব্দ। Hand(হ্যান্ড)-হাত। Head (হেড)-মাথা। Leg (লেগ)-পা। Nose(নৌজ)-নাক।
A.Look,count and write.(লুক, কাউন্ট অ্যান্ড রাইট।)-দেখো,গণনা করো এবং লেখো।
Ans.
Five circles (ফাইভ সার্কলস)-পাঁচটি বৃত্ত।
Three Triangles (থ্রী ট্রায়াঙ্গলস)-তিনটি ত্রিভূজ।
Four rectangles (ফোর রেকট্যাঙ্গলস)-চারটি আয়তক্ষেত্র।
Three squares(থ্রী স্কয়ারস)-তিনটি বর্গক্ষেত্র।
B.Look at Mr.Shape in Activity A.Trace the words .Complete the sentences.(লুক অ্যাট মিস্টার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন